বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করতে চান হিরো আলম। আর এ জন্য ‘জিম সিম’ করছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে। ‘এই সময়’র সংবাদে জানা গেছে, বলিউডের সিনেমায় অভিনয় করতে চাইছেন হিরো আলম। তবে তার একটি শর্ত আছে। তিনি চান তার নায়িকা হবেন দীপিকা পাড়ুকোন। যদি দীপিকা তার ‘নায়িকা’ হন তাহলেই তিনি সেই সিনেমায় অভিনয় করবেন। এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। কখনও তিনি দাবি করেছেন, নুসরাত একমাত্র তার। ভারতে একটি অনুষ্ঠানে হিরো আলম সম্মাননা গ্রহণ করছেন হিরো আলমের বিভিন্ন কাজের কথা উল্লেখ করে ‘এই সময়’ আরও জানায়, কখনও বা বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছেন।
দীপিকার নায়ক হতে চান হিরো আলম
Comment using Facebook