ফুলতলায় ৯০ পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

0
218

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

ফুলতলা থানা পুলিশ গত শুক্রবার উপজেলার আলকা রেলগেট এলাকা থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার আলকা রেলগেটের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলকা গ্রামের মৃত হাসান আলী শেখ এর পুত্র মোঃ আলমগীর শেখ (৩২), দামোদর গ্রামের মোঃ আকবার মোড়লের পুত্র মোঃ শাহিন মোড়ল (২৮) ও দামোদর পূর্ব পাড়ার হাফিজুর রহমান ভূঁইয়ার পুত্র মোঃ হাসিবুর রহমান (প্রকাশ) ওরফে শিহাব ভুঁইয়া (২৭) দের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ০৭, তারিখ- ১১/০২/২০২২ ইং) দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comment using Facebook