বটিয়াঘাটা সংবাদদাতা (খুলনা)
জেলার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্বার করেছে খুলনা জেলা নৌ পুলিশ। ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার কাজিবাছা নদীর কচুবুনিয়া নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসি লাশটি ভাসতে দেখে বটিয়াঘাটা থানা পুলিশ কে খবর দেয়।
বটিয়াঘাটা থানা পুলিশ বিষয়টি খুলনা জেলা নৌ পুলিশকে জানায়। নৌ পুলিশ উক্ত নদী থেকে লাশটি উদ্ধার করেন। জেলা নৌ পুলিশের সাব ইন্সপেক্টর অমিত কমুর সাহা বলেন, ১২ ফেব্রুয়ারি দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
কিন্তু এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি ষ লাশটির শরীরে কোন পোশাক ছিল না। লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।