সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষক

0
218

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোবিন্দ রায় (৬৪) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আমিরুল গাজীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের হলদেপাতা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ রায় কাটাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে। আটককৃত চালক সাতক্ষীরা সদর উপজেলার পারকুকরালি গ্রামের নজরুল গাজীর ছেলে আমিরুল গাজী।

নিহতের ভাই সঞ্জয় রায় জানান, সকালে হলদেপাতা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার ভাই গোবিন্দ রায় মারা যায়। সাথে সাথে ট্রাক চালককে আটক করে স্থানীয় ইউপি সদস্যের কাছে জিম্মায় রাখেন। পরে চালককে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comment using Facebook