কপোতাক্ষ নদ পূনঃ খনন কাজ উদ্বোধন

0
207

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছা-কয়রা কপোতাক্ষ নদ ৩০ কিমি. পূনঃ খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এর প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় খনন কাজ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম. উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্রধান প্রকৌশলী জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী যশোর তাহিদুল ইসলাম, উপ বিভাগী প্রকৌশলী মুনশী আসাদুল্লাহ, উপ সহকারী প্রকৌশলী মো. ফিরোজ হোসেন, প্রভাষক মঈনুল ইসলাম, মশিউর রহমান, বাবুল, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মহিলা লীগ নেত্রী সুমাইয়া আমিন লতা, নাজমা কামাল ও শেখ জুলি প্রমুখ। খুলনার উপকূলীয় অঞ্চলে অবস্থিত কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়ে) পাইকগাছার শালিখা শাখা থেকে কয়রা আমাদী বাজার এর ভাটি পর্যন্ত ৩০কিলোমিটা পানি উন্নয়ন বোর্ড যশোর পূনঃখনন কাজ করছেন।

Comment using Facebook