ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে কিনে নিলো দিল্লি

0
177

ক্রীড়া ডেস্ক

পেসারদের সেট শুরু হওয়ার বাংলাদেশের সমর্থকদের অধীর আগ্রহ। মোস্তাফিজুর রহমানের নাম ওঠে কখন! একে একে সব পেসারের নাম ডাকা শেষে উঠলো মোস্তাফিজের নাম।

দিল্লি ক্যাপিটালসই কেবল ভিত্তিমূল্যে মোস্তাফিজকে কেনার আগ্রহ প্রকাশ করলো। আর কোনো ফ্রাঞ্চাইজিই আগ্রহ প্রকাশ করলো না। শেষ পর্যন্ত ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই বিক্রি হলেন মোস্তাফিজ।

মোস্তাফিজের আগে অলরাউন্ডার সেটে সাকিব আল হাসানের নাম ওঠার পরও কেউ তাকে কেনার আগ্রহ দেখায়নি। যে কারণে অবিক্রীত থেকে গেছেন সাকিব।

Comment using Facebook