বিভিন্ন স্থানে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের মানববন্ধন

0
220

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ /নড়াইল/সাতক্ষীরা সংবাদদাতা

ঝিনাইদহে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতবৃন্দসহ অন্যান্যরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সমন্বয়কারী মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন, অর্থ সম্পাদক তাসলিমা খাতুনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ২০০৫ সালে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র উদ্দেশ্যে ছিল প্রতিযোগিতামুলক পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষক নির্বাচন করা। তাদের নিয়ম অনুয়ায়ী শুণ্য পদের বিপরীতে শিক্ষকদের নিবন্ধন সনদ দেওয়া হয়। কিন্তু সে সময় আমাদের শুণ্য পদের বিপরীতে নিয়োগ না দিয়ে বার বার পরীক্ষা নিয়ে অতিরিক্ত শিক্ষকদের সনদ দিয়েছে। এতে আমরা যারা ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় সনদ পেয়ে তাদের অধিকাংশ প্রার্থী চাকুরী পাচ্ছি না।

আমাদের দাবি যারা আগে নিবন্ধিত হয়েছে তাদের প্যানেল ভিত্তিক এক আবেদনে নিয়োগ দেওয়া হোক। সমস্ত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ না দেওয়া পর্যন্ত এনটিআরসিএ’র পরীক্ষা বন্ধ রাখা হোক। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি। অপরদিকে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রেসক্লাব নড়াইল এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন নড়াইল জেলা শাখার আহবায়ক এসএম মতিউর রহমান, যুগ্মআহবায়ক প্রভাত সরকার, সদস্য সাইফুর রহমান, দিপ্তী সিংহ, মৃদুল বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, নিলীমা বিশ্বাস প্রমুখ। অন্যদিকে সাতক্ষীরা সংবাদদাতা জানায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সংগঠনটির আহবায়ক জি.এম সালাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি তহমিনা আক্তার, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার বাছাড়, ফারুক হোসেন, ইউছুফ আলী, জুলফিক্কার আলম, রাশিদা সুলতানা প্রমুখ।

Comment using Facebook