খুলনা ব্যুরো
সমাজের দুস্থ ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে মহানগরীর শেরে বাংলা রোডস্থ খুলনা ইসলামী হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা ইসলামী হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক লিমিটেডের চেয়ারম্যান এম এম ফাহিম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, কেসিসি প্যানেল মেয়র আলি আকবার টিপু, সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগম।