স্টাফ রিপোর্টার
আসন্ন যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ৬৯৮ খুলানা) নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক পদে রবিন অধিকারী ব্যাচা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৩৫ পদের বিপরীতে এ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪২ জন প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন উক্ত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. আব্দুর রহমান বক্স দুদু, কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. সাদেক আহমেদ এবং অপর সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল আলম মিন্টু। মনোনয়নপত্র জমা দেওয়ার পর দুই প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা ও প্রতিকের আবেদনের দিন।
আগামী ২৫ ফেব্রুয়ারি শুক্রবার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় (কলাতলা) মাঠে সকাল ৮টা থেকে বিরতহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, সভাপতি পদে মনোনয়ন পত্র জমাদানকারী আলহাজ্ব রবিউল হোসেন উক্ত ইউনিয়নের বার বার নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমাদানকারী রবিন অধিকারী ব্যাচা উক্ত ইউনিয়নের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।