আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারির মধ্যেই রেকর্ড পরিমাণ লাভ করেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট লাভ হয়েছে দুই হাজার কোটি ডলার।
যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি। বুধবার নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানটি নয় মাসে আয় করেছে ২৩ লাখ কোটি ইয়েন (জাপানি মুদ্রা)।