বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার একটি লাউদিয়া বিদ্যালয়ের সিড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার দুপুরে ওই উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সিড়ির নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুপুরে স্কুলের বারান্দায় শিশুরা খেলা করতে গিয়ে দুর্গন্ধ পায়। এরপর বিষয়টি ওই এলাকায় জানাজানি হলে গ্রামবাসীরা সেখানে গিয়ে দেখতে পায় কম্বল মোড়ানো এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনা সেটি ময়না তদন্তের পর জানানো যাবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্যঃ এর আগে গত ৬ ফেব্রুয়ারি একই এলাকার তেতুলতলা এম, কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক মানষিক প্রতিবন্ধির লাশ উদ্ধার করে পুলিশ।