মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজের পঞ্চম দিনের অভিযানে আরো এক জেলের লাশ উদ্ধার হয়েছে। পূর্ব বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান,বুধবার দুপুরে গভীর সাগরের কালির চর এলাকা থেকে আরেক জেলের লাশ উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া এ জেলের নাম মফিজুল শেখ। তার বাড়ী মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে। তিনি বলেন, এর আগে শনিবার ২ জন, সোমবার ২জন ও মঙ্গলবার ২ জনের লাশ উদ্ধার হয়। আর বুধবারের একজনসহ মোট লাশ উদ্ধার হয়েছে ৭ জনের। তবে এখনও নিঁখোজ রয়েছে ৭ জেলে।
গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ১৯টি ট্রলার ডুবে ১৪ জেলে নিঁখোজ হয়।