যশোরে জেল হত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

0
85


স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে ৩ নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা এ আয়োজন করেন। সংগঠনটির উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টুর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কেরামত আলী মোল্লা, সাধারণ সম্পাদক মীর আজাদ, সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকী, আসাদ আসাদুজ্জামান, লিয়াকত আলী, নুরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আজিম উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, তৌয়ব হোসেন, ডা. মরিয়ম বেগম ও আজিজুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, বিলকিস সুলতানা সাথী প্রমুখ।

Comment using Facebook