কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

0
211

ঢাকা অফিস

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মো. রমিজ উদ্দিন (৫৩) নামের এক কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রমিজ উদ্দিনকে নিয়ে আসা কারারক্ষী আশরাফুল জানান, তিনি একজন কয়েদি (কয়েদি নম্বর ১৪৩০/এ)। আগে থেকেই অসুস্থ ছিলেন। গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comment using Facebook