ঢাকা অফিস
ঢাকাসহ সারাদেশে করোনার সংক্রমণরোধে প্রতিষেধক টিকাদান কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে। গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় সর্বশেষ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬ কোটি ৭৩ লাখ ২১ হাজার ৭৮৩টি টিকাদান সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নয় কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৬৫৬টি, দ্বিতীয় ডোজ ছয় কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৯২২টি এবং বুস্টার ডোজ ছিল ২১ লাখ ৬৪ হাজার ২০৫টি। সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন নয় লাখ ৬০ হাজার ৬৩ জন।
তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫২ হাজার ৯১৮ জন, দ্বিতীয় ডোজ ছয় লাখ ২১ হাজার ৪৭৫ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৮৫ হাজার ৭০০ জন।
স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ রোধে সরকার দেশের ৭০ শতাংশ জনসংখ্যা অর্থাৎ ১১ কোটি ৭০ লাখ জনগোষ্ঠীকে (প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ) টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান কার্যক্রমে গতিশীলতা বাড়িয়েছে। রাজধানী, বিভাগ, জেলা, উপজেলা এমনকি তৃণমূল পর্যায়ের কমিউনিটি ক্লিনিকেও টিকা কার্যক্রম পৌঁছে গেছে।