নওয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক আকবর আলীর ইন্তেকাল

0
195

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক গুয়াখোলা গ্রামের বাসিন্দা আকবর আলী (৮২) ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাতে নওয়াপাড়া সরকারী কলেজ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Comment using Facebook