দেড়যুগ পর চুয়াডাঙ্গা পৌর ও সদর আওয়ামী লীগের কমিটি ঘোষণা

0
106


চুয়াডাঙ্গা সংবাদদাতা
দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সদর আব্দুর রহমানকে সভাপতি ও হাসানুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক করে সদর আওয়ামী লীগ এবং আলা উদ্দিন হেলাকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের নাম ঘোষণা করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের শুরুতেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা সম্মেলনস্থলের আশপাশের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন। পরে কেন্দ্রীয় নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর শুরু হয় সম্মেলনের কার্যক্রম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আমিরুল আলম, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি আব্দুল মান্নান নান্নু ও পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম। বিকেলে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের ৩৯২ জন ও পৌর আওয়ামী লীগের ২৫৭ জন কাউন্সিলর ভোট দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বি এম মোজাম্মেল হক। ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি সদর পৌর ও ১৫ ফেব্রুয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক সম্মেলন হলেও ১৮ বছর এ দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। একাধিকবার তারিখ নির্ধারণ হলেও শেষ পর্যন্ত ভেস্তে গেছে। অবশেষে গত ১২ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জামেল হক চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় এসে সম্মেলনের তারিখ নির্ধারণ করেন।

Comment using Facebook