সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ ৫ জনের মৃত্যু

0
230

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তারা মারা যান।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো মোট ৯১ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৪৬ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ জন। যা শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ। ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দহাখোলা গ্রামের নবাব আলীর স্ত্রী সফুরা খাতুন (৩০), খুলনা জেলার পাইকগাছা উপজেলার হাউলিয়া গ্রামের মাকফিতুর রহমানের পুত্র মশিয়ার রহমান (৬০), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত গোলাম মোস্তফার পুত্র মজিবর রহমান (৭৮), শ্যামনগর উপজেলার কাশিমারী গ্রামের মৃত তছির উদ্দীন গাজীর পুত্র নুরমোহাম্মদ (৬৫) ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের আবুল কালামের পুত্র ইয়াসিন (১৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, জেলায় বর্তমানে ৫৭১ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫৮ জন বাড়িতে ও বাকী ১৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।

Comment using Facebook