স্টাফ রিপোর্টার
দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার তাওহীদ আল উসামা পিতা বজলুর রহমান বিশ্বাস সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে চলিশিয়া ইউনিয়নের কোটা বিশ্বাস পাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে শরীরের বেশকিছু স্থানে জখম হয় ও বুকের ডান পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
জানা যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়ে বাড়ির ফেরার পথে ব্যাটারী চালিত ইজি বাইক পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তরিকুল ইসলাম বলেন, বড় ধরণের কোন সমস্যা হয়নি তবে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে ও বুকে আঘাত পেয়েছেন, কিছুদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।