মণিরামপুরের গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

0
114


স্টাফ রিপোর্টার, নেহালপুর
গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক ২.৩০ মিনটের সময় কুশোরীকোনা পালপাড়া মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল মণিরামপুর উপজেলাধীন কোনাকোলা গ্রামের আসাদুল গাজীর ছেলে আলামিন গাজী (২৫) ইউনুচ গাজীর ছেলে শরিফুল গাজী (২৭) ও গফুর গাজীর ছেলে ইমরান হোসেন (২৮)। নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুজ্জামান এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স এ.এস.আই মোঃ জাহিদ হাসান ও এ.এস.আই শরিফুল ইসলামকে নিয়ে তাদের আটক করেন। আটককৃতরা মণিরামপুর থানা হেফাজাতে আছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে কোনাকোলা গ্রামের মৃত-কলিম দফাদারের ছেলে ইকবাল দফাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রাজ-রাজত্ব কায়েম করে চলেছে, পুলিশ ইকবালকে ধরার জন্য অভিযান অব্যহত রেখেছে।

Comment using Facebook