আন্তর্জাতিক ডেস্ক
দিন যত গড়াচ্ছে রাশিয়া-ইউক্রেনের সংঘাতের আশঙ্কা ততই জোড়ালো হচ্ছে। মস্কো কবে, কখন ইউক্রেনে হামলা চালাতে পারে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
তবে পুরো ইউক্রেন দখল করতে রাশিয়ার যথেষ্ট সেনা নেই বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনিউক। তার মতে, কিয়েভ অথবা ইউক্রেনের অন্য কোনও শহর দখল করার মতো সেনা থাকলেও পুরো দেশ কব্জায় নেওয়ার সক্ষমতা নেই মস্কোর।
সম্প্রতি বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা সতর্ক করেছেন যে ইউক্রেনে আগ্রাসন চালাতে ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া।