স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে শপথবাক্য পাঠ করান অভয়নগর উপজেলার নবাগত ইউএনও মেজবাহ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, সহকারী কমিশনার (ভূমি) ডা: তানজিলা আখতার, জেলা পরিষদের সদস্য শাহ মুরাদ আহমেদ, লায়লা খাতুন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ডা: মিনারা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দীন, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, মো: হাফিজুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন, মো: তোয়েবুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, আবুল কাশেম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।