আবুল কালাম আজাদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় অবৈধ এক ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার কায়েমকোলা এমএনএন ব্রিকসকে বন্ধের পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, লাইসেন্স না থাকা, অনুমোদনবিহীন কাঠ পোড়ানোর অপরাধে এমএনএন ব্রিকসকে লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের জলকামান নিয়ে ভাটার আগুন নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান। পরে ভ্রাম্যমাণ আদালত ঝিকরগাছা বাজারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় দুটি মামলা করা হয়। এ সময় ৪০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ঝিকরগাছা বাজারে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হয়।