চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত

0
209

ঢাকা অফিস

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাসিব (১৩) ও আবদুস শুক্কুর (৪০)। তাদের মধ্যে তাসিবের বাড়ি নলুয়া ইউনিয়নে এবং শুক্কুরের বাড়ি বাজালিয়া ইউনিয়নে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। দুপুর ১২টার দিকে একপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে বাজালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তাপস দত্ত চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে উভয় গ্রুপের গোলাগুলিতে আবদুস শুক্কুর মারা যান।

Comment using Facebook