ফুলবাড়ীগেট সংবাদদাতা
খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন ও আলীম জুট মিল শ্রমিকদের দাবী আদায় আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আলিম জুট মিল গেটের সামনে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল সরদারের সভাপতিত্বে এক গেটসভা অনুষ্ঠিত হয়।
গেটসভায় বক্তারা বলেন, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীদের ৬৪ সপ্তাহের মুজুরী, ১১ মাসের বকেয়া পাওনা ও ১৯৭ জন শ্রমিকের সঞ্চয়পত্র প্রদানসহ অনতিবিলম্বে মিল চালু করতে হবে।
এছাড়া একই দাবিতে আগামি ১০ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় আলীম জুট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিবিএ-ননসিবিএ নেতৃন্দের এক জরুরি সভা ও থেকে পরবর্তি আন্দোলন কর্মসূচি ঘোষনার সিদ্ধান্ত গৃহিত হয়। এবং আগামি ১২ ফেব্রুয়ারী প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভুইয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলিম গেট সংলগ্ন কমরেড হাফিজুর রহমান স্মৃতি সংসদে স্মরন সভা করার সিদ্ধান্ত হয়।
বক্তৃতা করেন আলীম জুট মিলের শ্রমিকদের দাবী আদায় আন্দোলন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা জাকির হোসেন সরদার, সদস্য সচিব আব্দুর রউফ মোড়ল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আলাউদ্দিন প্রমুখ ।