বঙ্গোপসাগরে নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার

0
186

বাগেরহাট সংবাদদাতা

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ইয়াকুব আলী বাওয়ালী নামের নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় জেলেদের জালে উঠে আসে ইয়াকুবের মরদেহ।

তবে এই মরদেহ উদ্ধারের বিষয়ে কোন তথ্য নেই বন বিভাগের কাছে।এই নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করল জেলেরা। নিহত ইয়াকুব আলী বাওয়ালী কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।

নিহত ইয়াকুবের ভাইয়ের ছেলে ফিশিং ট্রলার মালিক ইব্রাহিম আমানি বলেন, রবিবার রাতে দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় মাছ ধরছিল জেলেরা। এসময় জেলেদের জালে ইয়াকুব আলীর মরদেহ উঠে আসে।

Comment using Facebook