কেশবপুরে স্থগিত ভোট কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন জয়ী

0
187

কেশবপুর (যশোর) সংবাদদাতা

গত ৫ জানুয়ারী পঞ্চমধাপে অনুষ্ঠিত কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন কেশবপুর সদর ইউনিয়নে বিশৃঙ্খলার অভিযোগে স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রের ভোট সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা চতুর্থবার বিজয়ী হয়েছেন।

তিনি নৌকা সমর্থিত প্রার্থী গৌতম রায়কে ২০১ ভোটের ব্যবধানে পরাজিত করেন বলে বে সরকারি তথ্যে জানা গেছে। এ ইউনিয়নের ফলাফলে মোটর সাইকেল প্রতীকে আলাউদ্দিন আলা ৬ হাজার ১শ ২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতিকের প্রার্থী গৌতম রায় ৫হাজার ৯শ ভোট পান।

অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্যা পদে রাশিদা বেগম (তালগাছ) ও ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সিরাজুল ইসলাম চতুর্থবার (তালা) প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থী থাকেন ৫ জন। বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলে মতামত ব্যক্ত করেন। তিনি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comment using Facebook