সভাপতি লিয়াকত ও সম্পাদক বাদশা
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখা হ্যান্ডলিং শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক বাদশা মিয়া ও আলিম হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় শ্রমিকলীগের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি/ সম্পাদক সাক্ষরিত করে ওই কমিটির অনুমোদন দেন। কমিটি গঠন লক্ষে বুধবার রাতে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্ষালয়ে আয়োজিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। জাতীয় শ্রমিকলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভাতে সংগঠনের সাধারন সম্পাদক ইমরুল চৌধুরী লাইচ, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান সোহাগ সহ সংগঠনের অন্নান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। উক্ত কমিটিতে অন্নান্য পদের মধ্যে সহ-সভাপতি মোঃ সিদ্দিক, সোনা মিয়া, জাহাঙ্গীর হোসেন, নায়েব আলী ও আনন্দ বাবু, সহ-সাধারন সম্পাদক আমির হোসেন ও কামাল হোসেন এবং বজলুর রহমানকে কোষাধাক্ষ্য করা সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট হ্যান্ডলিং শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
Comment using Facebook