স্টাফ রিপোর্টার (খুলনা)
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) লবণচরা থানাধীন রূপসা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ দুই মাদক ব্যবসায়ীকে আট কেজি গাঁজাসহ আটক হয়। আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ২নং উজিরপুর ইউনিয়ন খোরশেদ আলম চেয়ারম্যানের বাড়ীর পাশের মৃতঃ আবু তাহের চৌধুরীর ছেলে বশির আমেদ চৌধুরী সাগর (৩৫) ও কুমিল্লার সদর দক্ষিণ থানার মৃতঃ আবদুল মমিন চৌধুরীর ছেলে মোঃ হায়দার মমিন চৌধুরী সৈকত (২০)। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, রূপসা ব্রীজের পশ্চিম ঢালের উত্তর পাশে ইলিয়াস হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (খ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-১২, তারিখ-৩০/০৯/২০২২ খ্রিঃ।
খুলনার লবণচরায় ৮ কেজি গাঁজাসহ আটক ২
Comment using Facebook