আজ শুক্রবার ২৯শে মে, ২০২০ ইং সকাল ৭:১৮

add

নওয়াপাড়ায় ভৈরব সেতুর সংযোগ সড়কের সেই মরণফাঁদে ভয়াবহ দুর্ঘটনা

নওয়াপাড়া ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২০ সময় : ২৩:২৯:০৯

শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় স্বপ্নের ভৈরব সেতুর সাথে যশোর-খুলনা মহাসড়কের সংযোগ সড়কের সেই রেলক্রসিং এর মরণফাঁদে এবার মৃত্যুর ঘটনা ঘটেছে। ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছে। ওই রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুছড়ে ছিটকে পড়েছে। আর দুর্ঘটনায় মারা গেছেন ওই ট্রাকের চালক। যদিও অরক্ষিত রেলক্রসিংটি নিয়ে বার বার দৈনিক নওয়াপাড়ায় সচিত্র প্রতিবেদন সহ দৈনিক নওয়াপাড়ার অনলাইন ভার্সনে ভিডিও সংবাদ প্রচার করা হয়।

 

 

 

তথাপি ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কের জটিলতার সমাধান করতে সচেষ্ট হয়নি কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়লে এমন ভয়াবহ দুর্ঘটনা অভয়নগরবাসেিক দেখতে হতো না বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা আরও দাবি করেন প্রতিনিয়িত এখানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গতকাল বৃহস্পতিবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে ওইস্থানে। দ্রæতগামী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার মারাত্মক আহত হয়। দুমড়ে-মুচড়ে গিয়ে ছিটকে পড়ে ট্রাকটি।

 

 

পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন ট্রাকের চালক আনিস কাজী (৪০)। দুর্ঘটনার পর থেকে খুলনার একটি ক্লিনিকে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন মারাত্মক আহত ট্রাকের হেলপার সাইফুল সরদার (২২)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টার সময় ভাঙ্গাগেট মশরহাটী এলাকায় অরক্ষিত রেলক্রসিং দিয়ে একটি খালি ট্রাক অতিক্রম করছিল।

 

 

এ সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের সাথে বিকট শব্দে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে দুরে গিয়ে ছিটকে পড়ে। আর ট্রাকের চালক ও হেলপার মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট প্রচেষ্টার পর ট্রেনের ইঞ্জিনের ক্ষতিগ্রস্থ অংশ মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

 

জানাগেছে, আহতদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে ট্রাক চালক আনিসুর রহমান মারা যান। নিহত আনিসুর রহমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামের তবিবুর রহমান ওরফে তবি কাজীর ছেলে। আহত সাইফুল একই এলাকার রবিউল সরদারের ছেলে। নিহতের প্রতিবেশী জাহিদুর রহমান বলেন, বিকাল সাড়ে চারটার দিকে নিহত আনিস কাজীর মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়।

 

 

আহত সাইফুল খুলনার একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। যশোর রেলওয়ে (জিআরপি) পুলিশের এএসআই রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসে খুলনাগামী বেতনা এক্সপ্রেস নামের ট্রেন। বেলা ১১ টা ১০ মিনিটে ট্রেনটি অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় পৌঁছায়। এসময় (যশোর ট-১১-১৭১১) একটি খালি ট্রাক রেল ক্রসিং পার হচ্ছিল।

 

ট্রাকটি রেল লাইনের মাঝ বরাবর পৌঁছালে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে একটি টিনের ঘরের উপর আছড়ে পড়ে। এঘটনায় ট্রাকের চালক ও হেলপার মারাত্মকভাবে আহত হয় এবং ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলে প্রায় আধাঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিহতের ব্যাপারে সেবা অ্যাম্বুলেন্সের চালক আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে খুলনা বাইপাস সড়কে থাকা অবস্থায় ট্রাক চালক আনিসুরের মৃত্যু হয়।

 

 

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মহসীন রেজা বলেন, ঘটনাস্থলের রেল ক্রসিংটি সম্পূর্ণ অবৈধ। ওই রেলক্রসিং অতিক্রমকালে ট্রাকের সাথে ট্রেনের দূর্ঘটনা ঘটে। ট্রেনের সামনের ক্ষতিগ্রস্থ অংশ মেরামতের আধঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ যশোর-খুলনা মহাসড়কের সাথে ভৈরব সেতুর সংযোগ সড়ক করা হয়েছে।

 

 

আর এই সংযোগ সড়কের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রেল লাইন। দক্ষিণ অঞ্চলের একমাত্র রেল লাইনের গুরুত্বপূর্ণ এ স্থানের রেলক্রসিংটি অরক্ষিত। ফলে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট-বড় যানবাহন, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। রেলওয়ে এবং সওজের এ ব্যাপারে নেই কোন মাথা ব্যাথা। আমরা এর থেকে কবে মুক্তি বা স্থায়ী গেটম্যান পাবো তা জানিনা। সংশ্লীষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসী তাদের অভিযোগের মধ্যদিয়ে জোর দাবি করেন।

যশোরে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাবদা-কার্প মিশ্র মাছ চাষ করে অনুকরণীয় অভয়নগরের এনামুল হক বাবুল!
ভারতে ফসলের মাঠ থেকে লোকালয়ে হানা দিচ্ছে পঙ্গপাল
করোনায় প্রাণহানির দায় সরকারকেই নিতে হবে – রিজভী
খুলনার এক নির্বাহী ম্যাজিস্ট্রে করোনা আক্রান্ত
গণপরিবহন চলাচলে আলোচনার মাধ্যমে পরিকল্পনার অনুরোধ – সেতুমন্ত্রীর
চিকিৎসার নামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ : কবিরাজ গ্রেফতার
বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল
করোনার সঙ্গে মানিয়ে চলবেন যেভাবে
প্রত্যেকের মাস্ক ব্যবহার অত্যাবশ্যক – ডা. নাসিমা সুলতানা
শরণখোলায় হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
বটিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৪টি দোকানঘর ও গোডাউন পুড়ে ভষ্মীভূত
করোনা আক্রান্ত ভাইকে দেখতে গিয়ে করোনায় বোনের মৃত্যু
বিএসএমএমইউয়ের পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ
পাইকগাছায় লোনাপানি কেন্দ্রের ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের উদ্বোধন
পাইকগাছায় দেলুটি’র ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণকাজ প্রাথমিকভাবে সম্পন্ন
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে শুধু আন্তঃনগর ট্রেন
ফুলতলায় ৭’শ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
মোংলায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ : ‘সিরিয়াল র‌্যাপিস্ট’ টুটুল গ্রেফতার
১৫ জুন পর্যন্ত মানতে হবে ১৫ শর্ত
শুক্রবারে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’
রূপসায় স’মিলের মালিকের ঝুলান্ত লাশ উদ্ধার
‘গোয়াল ঘর আপনার গরু আমাদের’ লিখে গরু চুরি : গণপিটুনিতে নিহত তিন : আটক এক
যশোরের ৬টির মধ্যে ৪টিতে আসছেন বর্তমান এমপি
অভিযোগ বাক্স ঝুঁলিয়েছেন এমপি তন্ময় : আতংকে মাদক সিন্ডিকেট
করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে বিশেষ দোয়া ও লিফলেট বিতরণ করলেন- নওয়াপাড়ার গদ্দীনশীন পীর
সিপাই থেকে ওসি হয়ে শতকোটি টাকার পাহাড়! দুদকে অভিযোগ
কোথাও ঠাঁই নেই : কবরস্থানে মা- ছেলের বসবাস
নওয়াপাড়ার ধোপাদী গ্রামে ৩ ইভটিজারকে গণধোলাই
যশোরের নতুন পুলিশ সুপার হলেন আশরাফ হোসেন
লোহাগড়া হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীকে বের করে দিয়েছেন সেবিকা কল্পনা ও সাধনা!
বাঘারপাড়ায় ধর্ষণের পর হত্যা করে জয়নবের লাশ ঘেরে ফেলেছে হাফেজ মুজিবুল
নিষিদ্ধ ঘোষিত এনার্জি ড্রিংক্স
যশোর শিক্ষাবোর্ডের সাড়ে ২৯ লাখ টাকা অপচয় বন্ধ করে দিলেন ড. মোল্লা আমীর হোসেন
রাজগঞ্জে কাজীকে ৬ মাসের জেল, মেয়ের পিতা চাচা ও স্বামীকে জরিমানা
নওয়াপাড়ায় মাছ বাজারে ১ কেজি বাটখারার ওজন ৮শ’ গ্রাম :
পথ দেখালো মডেল স্কুল :অনুসরণ করলো আল হেলাল: নওয়াপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আবারও সংঘর্ষ : নদী সাঁতরে প্রাণ রক্ষার চেষ্টা
 চোখের জল ফেলবেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সরোয়ার!
অভয়নগরে এই প্রথম করোনা রোগী শণাক্ত
নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচাসহ ৪ জন আহত
এমপি কাজী নাবিল আহমেদের হাতের ছোঁয়ায় চাঁচড়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও গাড়িয়াল পেশা বিলুপ্তপ্রায়

ই-পত্রিকা-কাগজে যেমন অনলাইনে তেমন

ePaper

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রয়োজনীয় নাম্বার

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা : ০১৭১৭৮১৩৩৪৪

নওয়াপাড়া রেলওয়ে মাষ্টার : ০১৭১৮৫৮১০৯৪

হাইওয়ে থানা ওসি : ০১৭৬৯৬৯০৪৫৯

UNO অভয়নগর : ০১৭৩৩০৭৪০৩৫

অভয়নগর থানা : ০১৭১৩ ৩৭৪১৬৭

ফায়ার সার্ভিস : ০১৭৩২ ৫৫০৪৬০

জাতীয় জরুরী সেবা : ৯৯৯

দেশের খবর এর আরও খবর

//